ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৫০
নির্ধারিত কোনো করের বিনিময়ে সন্ধি করা
(১৯৫০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাজরানের অধিবাসীদের সাথে সন্ধিচুক্তিতে আব্দ্ধ হন যে, তারা (প্রতিবছর) ২০০০ জোড়া পোশাক কর হিসাবে প্রদান করবেন। তন্মধ্যে অর্ধেক (১০০০) প্রদান করবেন সফর মাসে এবং বাকি অর্ধেক প্রদান করবেন রজব মাসে।
عن ابن عباس رضي الله عنهما قال: صالح رسول الله صلى الله عليه وسلم أهل نجران على ألفي حلة النصف في صفر والبقية في رجب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৫১
নির্ধারিত কোনো করের বিনিময়ে সন্ধি করা
(১৯৫১) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে প্রেরণ করেন এবং আমাকে নির্দেশ দেন যে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ থেকে এক দীনার (স্বর্ণমুদ্রা) অথবা তার সমপরিমাণ মাআফির কাপড় (বার্ষিক কর বা জিযইয়া হিসেবে) গ্রহণ করব।
عن معاذ بن جبل رضي الله عنه قال: بعثني رسول الله صلى الله عليه وسلم إلى اليمن فأمرني أن آخذ من كل حالم دينارا أو عدله معافر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৫১
নির্ধারিত কোনো করের বিনিময়ে সন্ধি করা
(১৯৫১) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে প্রেরণ করেন এবং আমাকে নির্দেশ দেন যে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ থেকে এক দীনার (স্বর্ণমুদ্রা) অথবা তার সমপরিমাণ মাআফির কাপড় (বার্ষিক কর বা জিযইয়া হিসেবে) গ্রহণ করব।
عن معاذ بن جبل رضي الله عنه قال: بعثني رسول الله صلى الله عليه وسلم إلى اليمن فأمرني أن آخذ من كل حالم دينارا أو عدله معافر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান