ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯১৭
যুদ্ধক্ষেত্রে হত্যাকৃত শত্রু থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র, বাহন, পোশাক ইত্যাদি হত্যাকারী গাযি লাভ করবে
(১৯১৭) আউফ ইবন মালিক রা. থেকে বর্ণিত, তিনি খালিদ ইবন ওয়ালীদ রা.কে বলেন, আপনি কি জানেন না যে, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, নিহত শত্রুসৈন্যের নিকট থেকে ছিনিয়ে নেওয়া (অস্ত্র, বাহন, পোশাক ইত্যাদি) দ্রব্য তাকে যে হত্যা করেছে সেই লাভ করবে?।
عن عوف بن مالك رضي الله عنه أنه قال لخالد: أما علمت أن رسول الله صلى الله عليه وسلم قضى بالسلب للقاتل

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯১৮
যুদ্ধক্ষেত্রে হত্যাকৃত শত্রু থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র, বাহন, পোশাক ইত্যাদি হত্যাকারী গাযি লাভ করবে
(১৯১৮) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হুনাইনের যুদ্ধের দিনে বলেন, যে ব্যক্তি কোনো কাফিরকে হত্যা করবে, তার নিকট থেকে সংগৃহীত দ্রব্যাদি সেই লাভ করবে। সেই দিন আবু তালহা বিশজন কাফিরকে হত্যা করেন এবং তাদের দ্রব্যাদি গ্রহণ করেন।
عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم يوم حنين: من قتل كافرا فله سلبه فقتل أبو طلحة يومئذ عشرين رجلا وأخذ أسلابهم

তাহকীক:
তাহকীক চলমান
