ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯১২
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১২) ইবন উমার রা. বলেন, আমরা আমাদের যুদ্ধাভিযানসমূহের মধ্যে (কাফিরদের পরিত্যক্ত গনীমতের মধ্যে) মধু এবং আঙ্গর, পেতাম। সেগুলো আমরা খেয়ে নিতাম, (বণ্টনযোগ্য) গনীমতের মালের মধ্যে জমা দিতাম না।
عن ابن عمر رضي الله عنهما قال: كنا نصيب في مغازينا العسل والعنب فنأكله ولا نرفعه... فلم يؤخذ منهم الخمس

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯১৩
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১৩) আব্দুল্লাহ ইবন আবু আউফা রা. বলেন, খাইবারের যুদ্ধে আমরা (কাফিরদের পরিত্যাক্ত গনীমতের মধ্যে) খাদ্যদ্রব্য পাই। তখন যোদ্ধারা একেকজন এসে তার প্রয়োজন মেটানোর মতো পরিমাণ গ্রহণ করতেন এবং এরপর চলে যেতেন।
عن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال: أصبنا طعاما يوم خيبر فكان الرجل يجيء فيأخذ منه مقدار ما يكفيه ثم ينصرف

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯১৪
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১৪) উবাদা ইবন সামিত রা. বলেন, একযুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে গনীমতের একটি উট সুতরা হিসাবে সামনে রেখে সালাত আদায় করলেন। সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালেন। তিনি তাঁর দুই আঙ্গুলের মাথা দিয়ে একটি পশম ধরে বললেন এই পশমটিও গনীমতের মালের অন্তর্ভুক্ত। এর মধ্যে আমার জন্য তো শুধুমাত্র যোদ্ধা হিসাবে আমার অংশটুকুই আমি পাব। আর গনীমতের একপঞ্চমাংশ রাষ্ট্রের জন্য রাখা হবে, যা আবার তোমাদের জন্যই ব্যয় করা হবে (কাজেই এ গনীমত তোমাদেরই প্রাপ্য। তবে তা জমা দিয়ে বণ্টনের পরে নিতে হবে)। তোমরা সুই, সুতা বা তার চেয়ে বড় বা তার চেয়ে ছোট সব কিছুই জমা দেবে তোমরা কিছু লুকাবে না বা আত্মসাত করবে না। কারণ লুকানো বা আত্মসাত করা তার জন্য দুনিয়া ও আখিরাতে আগুন ও লাঞ্ছনা।
عن عبادة بن الصامت رضي الله عنه: إنّ رسول الله صلى الله عليه وسلم صلى بهم في غزوهم إلى بعير من المقسم فلما سلم قام رسول الله صلى الله عليه وسلم فتناول وبرة بين أنملتيه فقال: إن هذه من غنائمكم وإنه ليس لي فيها إلا نصيبي معكم إلا الخمس والخمس مردود عليكم فأدوا الخيط والمخيط وأكبر من ذلك وأصغر ولا تغلوا فإن الغلول نار وعار على أصحابه في الدنيا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯১৫
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১৫) তাবিয়ি আমির ইবন শারাহীল শা'বি (১০৪ হি.) বলেন, (যুদ্ধলব্ধ গনীমতের মধ্যে) রাসূলুল্লাহ (ﷺ) এর একটি নির্ধারিত অংশ থাকত, যাকে ‘সাফি' (পরিস্কৃত) বলা হত । ‘সাফি' হিসাবে তিনি ইচ্ছা করলে একটি দাস, ইচ্ছা করলে একটি দাসী বা ইচ্ছা করলে একটি ঘোড়া গনীমতের সম্পদ বণ্টন করে একপঞ্চমাংশ পৃথক করার আগে গ্রহণ করতে পারতেন ।
عن الشعبي قال كان للنبي صلى الله عليه وسلم سهم يدعى الصفي إن شاء عبدا وإن شاء أمة وإن شاء فرسا يختاره قبل الخمس

তাহকীক:
তাহকীক চলমান