ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯০৩
বিজিত ভূ-সম্পত্তি বণ্টনের অধিকার রাষ্ট্রপ্রধানের
(১৯০৩) উমার রা. বলেন, যদি আগত প্রজন্মের মুসলিমদের কথা চিন্তা না করতাম, তাহলে আমি প্রত্যেক বিজিত গ্রামের ভূ-সম্পত্তি বণ্টন করে দিতাম, যেমনভাবে রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের ভূ-সম্পত্তি বণ্টন করে দেন।
عن عمر رضي الله عنه قال: لولا آخر المسلمين ما فتحت قرية إلا قسمتها كما قسم النبي صلى الله عليه وسلم خيبر

তাহকীক:
তাহকীক চলমান