ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮৫২
কর্তনের পদ্ধতি এবং শাসক বা বিচারকের নিকট কেস করার পরে আর ক্ষমা করার সুযোগ থাকে না
(১৮৫২) সাফওয়ান ইবন উমাইয়া রা. বলেন, তিনি বাইতুল্লাহর তাওয়াফ করেন এবং সালাত আদায় করেন। এরপর তার মূল্যবান নকশি চাদরটি গুটিয়ে মাথার নীচে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। তখন একটি চোর এসে চাদরটি তার মাথার নীচে থেকে আস্তে করে টেনে নেয়। তিনি টের পেয়ে তাকে ধরে ফেলেন এবং তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলেন, এই লোকটি আমার চাদর চুরি করেছে। তখন রসূলুল্লাহ (ﷺ) লোকটিকে বলেন, তুমি কি এর চাদর চুরি করেছ? সে বলে, হ্যাঁ। তখন তিনি বলেন, তোমরা দুইজন একে নিয়ে যাও এবং এর হাত কেটে দাও। সাফওয়ান বলেন, আমি তো চাচ্ছিলাম না যে আমার চাদরের জন্য এর হাতটি কাটা যাক । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি একথা এর (আমার কাছে কেস দাখিলের) আগে কেন বললে না!
عن صفوان بن أمية رضي الله عنه: أنه طاف بالبيت وصلى ثم لف رداء له من برد فوضعه تحت رأسه فنام فأتاه لص فاستله من تحت رأسه فأخذه فأتى به النبي صلى الله عليه وسلم فقال: إن هذا سرق ردائي فقال له النبي صلى الله عليه وسلم: أسرقت رداء هذا؟ قال: نعم. قال: إذهبا به فاقطعا يده. قال صفوان: ما كنت أريد أن تقطع يده في ردائي فقال له: فلو ما قبل هذا... ثم أمر بقطعه من المفصل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান