ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮২৪
বেত্রাঘাতের জন্য ব্যবহৃত বেত বা ছড়ির বিবরণ
(১৮২৪) তাবিয়ি যাইদ ইবন আসলাম (১৩৬ হি.) বলেন, (ﷺ) এর যুগে একব্যক্তি নিজে নিজের ব্যভিচারের স্বীকারোক্তি প্রদান করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি চাবুক ( lash, whip) চান। তাঁকে একটি ভাঙ্গা চাবুক এনে দেওয়া হয়। তিনি বলেন, এর চেয়ে উন্নত। তখন তাঁকে একটি নতুন চাবুক এনে দেওয়া হয়, যার মাথার গিরাগুলো তখনো ব্যবহারের ফলে নরম হয় নি। তিনি বলেন, এর চেয়ে নিম্নমানের। তখন তাঁকে একটি ব্যবহৃত চাবুক এনে দেওয়া হল, যা উট-গাধার পিঠে চড়ার জন্য ব্যবহার করা হয়েছে এবং নরম হয়ে গিয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশে সেই চাবুক দিয়ে তাকে বেত্রাঘাত করা হয়।
عن زيد بن أسلم أن رجلا اعترف على نفسه بالزنا على عهد النبي صلى الله عليه وسلم فدعا له رسول الله صلى الله عليه وسلم بسوط فأتي بسوط مكسور فقال: فوق هذا فأتي بسوط جديد لم تقطع ثمرته فقال: دون هذا فأتي بسوط قد ركب به ولان فأمر به رسول الله صلى الله عليه وسلم فجلد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান