ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮১৯
ইয়াহুদি বা খ্রিস্টান মহিলাকে বিবাহ করলে তাকে ‘মুহসান বা 'রজমযোগ্য পরিপূর্ণ বিবাহিত' বলে গণ্য করা হবে না
(১৮১৯) কা'ব ইবন মালিক রা. থেকে বর্ণিত, তিনি একজন ইয়াহুদি বা খ্রিস্টান মহিলাকে বিবাহ করতে ইচ্ছা করেন। তিনি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করেন। তিনি তাকে নিষেধ করেন এবং বলেন, সে তো তোমাকে ‘পরিপূর্ণ বিবাহিত' করবে না ।
عن كعب بن مالك رضي الله عنه أنه أراد أن يتزوج بيهودية أو نصرانية فسأل النبي صلى الله عليه وسلم عن ذلك فنهاه عنها وقال: إنها لا تحصنك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান