ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮১৫
সাক্ষীরা প্রথম রজম করবে এবং স্বীকৃতির ক্ষেত্রে শাসক শুরু করবেন
(১৮১৫) তাবিয়ি আব্দুর রহমান ইবন আবী লাইলা বলেন, আলী রা.র নিকট যদি সাক্ষীগণের সাক্ষ্যের ভিত্তিতে ব্যভিচার প্রমাণিত হত তবে তিনি সাক্ষীগণকে প্রথমে রজম করতে নির্দেশ দিতেন। এরপর তিনি রজম করতেন এবং তারপরে অন্য মানুষেরা রজম করত। আর যদি ব্যভিচারীর স্বীকারোক্তির ভিত্তিতে রজম হত তাহলে তিনি নিজে প্রথমে রজম করতেন এবং এরপর অন্যান্য মানুষেরা রজম করত।
عن عبد الرحمن بن أبي ليلى: أن عليا رضي الله عنه كان إذا شهد عنده الشهود على الزنا أمر الشهود أن يرجموا ثم رجم هو ثم رجم الناس وإذا كان بإقرار بدأ هو فرجم ثم رجم الناس

তাহকীক:
তাহকীক চলমান