ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৯৭
ব্যভিচারের অপবাদের শাস্তি
(১৭৯৭) ইবন আব্বাস রা. বলেন, হিলাল ইবন উমাইয়া রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে অভিযোগ করেন যে, তার স্ত্রী শারীক ইবন সামহা নামক একব্যক্তির সাথে অবৈধ কর্মে লিপ্ত হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, প্রমাণ উপস্থিত করো, নইলে তোমার পিঠে মিথ্যা অপবাদের শাস্তি (আশি বেত্রাঘাত) পড়বে।
عن ابن عباس رضي الله عنهما أن هلال بن أمية قذف امرأته عند النبي صلى الله عليه وسلم بشريك ابن سحماء فقال النبي صلى الله عليه وسلم: البينة أو حد في ظهرك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭৯৮
ব্যভিচারের অপবাদের শাস্তি
(১৭৯৮) আয়িশা রা. বলেন, যখন আমার অপরাধহীনতার বিষয়ে কুরআনের আয়াত নাযিল হল, তখন যারা আমার নামে ব্যভিচারের অপবাদ দিয়েছিল রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপরে উঠে তাদেরকে ডাকেন এবং তাদেরকে অপবাদের শাস্তি (আশি বেত্রাঘাত) প্রদান করেন।
عن عائشة رضي الله عنها قالت: لما نزلت براءتي قام رسول الله صلى الله عليه وسلم على المنبر فدعاهم وحدهم

তাহকীক:
তাহকীক চলমান