ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৭৩
রাষ্ট্রপ্রধান বা বিচারকের নিকট মামলা পৌছানোর পরে 'হদ্দ' বা অপরাধের শরীআত নির্ধারিত শাস্তি বন্ধের সুপারিশ করার ভয়াবহতা
(১৭৭৩) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার সুপারিশের কারণে আল্লাহর কোনো নির্ধারিত শাস্তি রহিত হল সে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হল। এবং যে ব্যক্তি কোনো মুমিনের বিষয়ে এমন কথা বলবে যা তার মধ্যে নেই (মিথ্যা অপবাদ দেবে) তাকে আল্লাহ জাহান্নামে জাহান্নামিদের রক্তপূঁজ ও ময়লার পঙ্কে রেখে দেবেন যতক্ষণ না সে তার কথার দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পথ বের করবে ।
عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعا: من حالت شفاعته دون حد من حدود الله فقد ضاد الله ومن قال في مؤمن ما ليس فيه أسكنه الله ردغة الخبال حتى يخرج مما قال
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৭৭৪
রাষ্ট্রপ্রধান বা বিচারকের নিকট মামলা পৌছানোর পরে 'হদ্দ' বা অপরাধের শরীআত নির্ধারিত শাস্তি বন্ধের সুপারিশ করার ভয়াবহতা
(১৭৭৪) যুবাইর ইবনুল আওয়াম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, কারো শাস্তি মাউকুফের সুপারিশ করা যাবে প্রশাসনের নিকট কেস পৌছানোর আগে (সংশ্লিষ্ট ব্যক্তির কাছে)। যখন কেস প্রশাসনের নিকট পৌঁছে যাবে তখন যে সুপারিশ করবে এবং যার জন্য সুপারিশ করা হবে উভয়কেই অভিশপ্ত করা হবে ।
عن الزبير بن العوام رضي الله عنه: إنما الشفاعة قبل أن يبلغ إلى السلطان فإذا بلغ السلطان لعن الشافع والمشفع
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান