ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৭৬৯
শপথ ও মান্নতের অধ্যায়
কেউ পাপের মানত করলে
(১৭৬৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আল্লাহর আনুগত্য করার জন্য মানত করে তাহলে সে যেন তাঁর আনুগত্য করে । আর যদি কেউ আল্লাহর অবাধ্যতামূলক কোনো মানত করে তাহলে সে যেন তাঁর অবাধ্যতা না করে।**
كتاب الأيمان والنذور
عن عائشة رضي الله عنها مرفوعا: من نذر أن يطيع الله فليطعه ومن نذر أن يعصيه فلا يعصه
তাহকীক:
হাদীস নং: ১৭৭০
শপথ ও মান্নতের অধ্যায়
কেউ পাপের মানত করলে
(১৭৭০) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাপের মানত পূর্ণ করতে হয় না।
كتاب الأيمان والنذور
عن عمران بن حصين رضي الله عنه في حديث طويل مرفوعا : لا وفاء لنذر في معصية
তাহকীক: