ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৬২
শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের কাফফারার সিয়াম একটানা রাখতে হবে
(১৭৬২) (কুরআন কারীমে সূরা মায়িদার ৮৯ নং আয়াতে শপথ ভঙ্গের কাফফারার বিষয়ে ইরশাদ করা হয়েছে: 'অতঃপর এর কাফফারা দশজন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান.... অথবা তাদেরকে বস্ত্রদান, কিংবা একজন দাসমুক্তি, এবং যার সামর্থ্য নেই তার জন্য তিনদিন সিয়াম পালন')। উবাই ইবন কা'ব রা. এই আয়াত (একটি শব্দ বাড়িয়ে) তিলাওয়াত করতেন: ‘যার সামর্থ্য নেই তার জন্য তিনদিন একটানা সিয়াম পালন।
كتاب الأيمان والنذور
عن أبي بن كعب رضي الله عنه أنه كان يقرؤها: فمن لم يجد فصيام ثلاثة أيام متتابعات
tahqiq

তাহকীক: