ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১০. শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৫৮
শপথে 'ইনশাআল্লাহ' বলা
(১৭৫৮) ইবন উমার রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো শপথ করে বলে 'ইনশাআল্লাহ' (যদি আল্লাহ ইচ্ছা করেন) তবে (তা পূরণ না করলে) তার প্রতিজ্ঞা ভঙ্গের পাপ হবে না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من حلف على يمين فقال إن شاء الله فلا حنث عليه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭৫৯
শপথে 'ইনশাআল্লাহ' বলা
(১৭৫৯) ইবন উমার রা. বলেন, প্রত্যেক ‘ইনশাআল্লাহ' যা শপথের সাথে সংযুক্ত নয় তার কর্তা পাপী হবে (শপথের সাথে সাথে ‘ইনশাআল্লাহ' না বলে পরে বললে তাতে শপথের দায়িত্ব নষ্ট হবে না। বরং শপথ পালন না করলে শপথকারী পাপী হবে)।
عن ابن عمر رضي الله عنهما قال: كل استثناء غير موصول فصاحبه حانث

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭৬০
শপথে 'ইনশাআল্লাহ' বলা
(১৭৬০) সূরা কাহফের ২৪ নং আয়াত ‘যখন আপনি ভুলে যাবেন তখন আপনার প্রতিপালককে স্মরণ করবেন' এর ব্যাখ্যায় ইবন আব্বাস রা. বলেন, এর অর্থ হল, আপনি যদি ইনশাআল্লাহ, অর্থাৎ 'আল্লাহর যদি মর্যি হয়' এই কথা বলতে ভুলে যান তাহলে যখন মনে পড়ে তখনই তা বলবেন । তিনি বলেন, এই বিধান শুধুমাত্র রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য বিশেষ বিধান । শপথের সাথে সংযুক্ত ছাড়া পৃথকভাবে 'ইনশাআল্লাহ' বলার অধিকার আর কারো নেই ।
عن ابن عباس رضي الله عنهما في قوله عز وجل: واذكر ربك إذا نسيت قال: إذا نسيت الاستثناء فاستثن إذا ذكرت قال: هي خاصة لرسول الله صلى الله عليه وسلم وليس لأحد أن يستثني إلا في صلة يمين

তাহকীক:
তাহকীক চলমান