ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭২১
সন্তানের প্রতি মায়ের অধিকার বেশী
(১৭২১) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, একজন মহিলা বলেন, হে আল্লাহর রাসূল, আমার এই পুত্র আমার পেটে তাকে ধারণ করেছি, আমার স্তনের দুধ তাকে পান করিয়েছি এবং আমার কোলই তার আশ্রয়স্থল।এর পিতা আমাকে তালাক দিয়েছে এবং একে আমার নিকট থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এর উপর তোমার অধিকার বেশী, যতদিন তুমি বিবাহ না করবে।
عن عبد الله بن عمرو رضي الله عنهما أن امرأة قالت: يا رسول الله إن ابني هذا كان بطني له وعاء وثديي له سقاء وحجري له حواء وإن أباه طلقني وأراد أن ينتزعه مني فقال لها رسول الله صلى الله عليه وسلم: أنت أحق به ما لم تنكحي

তাহকীক:
তাহকীক চলমান