ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭১৫
ইদ্দত পালনকারী মহিলা হজ্জ করবেন না
(১৭১৫) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (৯৩ হি.) বলেন, উমার ইবনুল খাত্তাব রা. ইদ্দত পালনকারী বিধবাদেরকে বাইদা প্রান্তর (মদীনার মীকাত যুল হুলাইফার পার্শ্ববর্তী প্রান্তর) থেকে ফিরিয়ে দিতেন। তাদেরকে হজ্জ পালন করতে নিষেধ করতেন। (ইদ্দতকালে স্বামীগৃহ থেকে বেরোনো** নিষেধ হওয়ার কারণে)।
عن سعيد بن المسيب أن عمر بن الخطاب رضي الله عنه كان يرد المتوفى عنهنّ أزواجهن من البيداء يمنعهن الحج
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান