ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭০৫
লিআনের পরেও তালাক প্রদানের বৈধতা
(১৭০৫) সাহল ইবন সা'দ সায়িদি লিআনকারী স্বামী-স্ত্রীর ঘটনা বর্ণনায় বলেন, যখন তারা উভয়ে তাদের লিআন বা অভিশাপ দেওয়া শেষ করল তখন স্বামী উওয়াইমির বলল, হে আল্লাহর রাসূল, আমি যদি এখন এই স্ত্রীকে রাখি তাহলে আমার কথা মিথ্যা প্রমাণিত হবে। একথা বলে সে রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ দেওয়ার আগেই স্ত্রীকে তিন তালাক প্রদান করল ।
عن سهل بن سعد الساعدي رضي الله عنه في قصة المتلاعنين قال: فلما فرغا من تلاعنهما قال عويمر كذبت عليها يا رسول الله إن أمسكتها فطلقها ثلاثا قبل أن يأمره رسول الله صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৭০৬
লিআনের পরেও তালাক প্রদানের বৈধতা
(১৭০৬) সাহল ইবন সা'দ সায়িদি লিআনকারী স্বামী-স্ত্রীর ঘটনা বর্ণনায় বলেন, তখন স্বামী স্ত্রীকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে তিন তালাক প্রদান করল অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা বাস্তবায়িত করলেন । আর নবী (ﷺ) এর নিকট যা করা হয় তা সুন্নতে পরিণত হয়। সাহল বলেন, আমি এই ঘটনায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত ছিলাম। এরপর থেকে লিআনকারী স্বামী-স্ত্রীর বিষয়ে সুন্নত বা শরীআতের নির্ধারিত রীতিতে পরিণত হল যে, তাদের বিবাহ ভেঙ্গে বিচ্ছিন্ন করে দিতে হবে এবং তারা আর কখনোই একত্রিত হতে পারবে না।
عن سهل بن سعد في خبر المتلاعنين قال: فطلقها ثلاث تطليقات عند رسول الله صلى الله عليه وسلم فأنفذه رسول الله صلى الله عليه وسلم وكان ما صنع عند النّبي صلى الله عليه وسلّم سنة قال سهل حضرت هذا عند رسول الله صلى الله عليه وسلم فمضت السنة بعد في المتلاعنين أن يفرق بينهما ثم لا يجتمعان أبدا

তাহকীক:
তাহকীক চলমান