ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৯৪
স্ত্রীর ভরণপোষণ প্রদানে অক্ষম হলে বিবাহ বিচ্ছেদ
(১৬৯৪) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব বলতেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যয়ভার বহনে অক্ষম হয় তাহলে তার বিবাহ ভেঙ্গে দিতে হবে। (আব্দুর রাযযাক সহীহ সনদে সায়ীদ ইবন মুসাইয়িবের এই মতটি উদ্ধৃত করেছেন, যাতে তিনি অতিরিক্ত বলেছেন, উক্ত স্বামীকে বাধ্য করা হবে স্ত্রীকে তালাক দিতে)।
عن سعيد ابن المسيب أنه كان يقول: إذا لم يجد الرجل ما ينفق على امرأته فرق بينهما... أجبر على طلاقها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬৯৫
স্ত্রীর ভরণপোষণ প্রদানে অক্ষম হলে বিবাহ বিচ্ছেদ
(১৬৯৫) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) ও তাবিয়ি উমার ইবন আব্দুল আযীয (১০১ হি.) থেকে বর্ণিত, তাদের উভয়ের মতে যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যয়ভার বহনে অক্ষম হয় এক্ষেত্রে স্ত্রী অপেক্ষা করবে এবং বিবাহ ভেঙ্গে দেওয়া হবে না।
عن الزهري وعمر بن عبد العزيز عن رجل لا يجد ما ينفق على امرأته قالا: يستأني به ولا يفرق بينهما

তাহকীক:
তাহকীক চলমান
