ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৮৯
মোহর বা তার অতিরিক্ত কিছু দিয়ে ‘খোলা' করা
(১৬৮৯) ইবন আব্বাস রা. বলেন, সাবিত ইবন কাইস আনসারির স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, সাবিত ইবন কাইসের আচরণ বা ধার্মিকতার বিষয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে আমি ইসলামের মধ্যে অকৃতজ্ঞতা অপছন্দ করি**। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সে তোমাকে যে বাগানবাড়িটি মোহর হিসাবে প্রদান করেছে সেটি কি তুমি ফিরিয়ে দিতে রাজি আছ? মহিলা বলেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) স্বামী সাবিতকে বলেন, তুমি বাগানবাড়িটি ফিরিয়ে নাও এবং তাকে এক তালাক প্রদান করো।
عن ابن عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس أتت النّبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله ثابت بن قيس ما أعتب عليه في خلق ولا دين ولكني أكره الكفر في الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم أتردين عليه حديقته (التي أصدقك) قالت: نعم قال رسول الله صلى الله عليه وسلم: إقبل الحديقة وطلقها تطليقة... وأمره ففارقها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬৯০
মোহর বা তার অতিরিক্ত কিছু দিয়ে ‘খোলা' করা
(১৬৯০) আব্দুল্লাহ ইবন উমার রা.র স্ত্রী সাফিয়্যা বিনতু আবী উবাইদের একজন আযাদকৃত দাসী বলেন, তিনি তার যা কিছু ছিল সবকিছু স্বামীকে প্রদান করে স্বামীর নিকট থেকে 'খোলা' বা বিবাহ বিচ্ছেদ গ্রহণ করেন । এতে আব্দুল্লাহ ইবন উমার রা. কোনো আপত্তি করেন নি।**
عن مولاة لصفية بنت أبي عبيد أنها اختلعت من زوجها بكل شيء لها فلم ينكر ذلك عبد الله بن عمر رضي الله عنهما

তাহকীক:
তাহকীক চলমান