ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৬৮
জবরদস্তিমূলকভাবে আদায়কৃত তালাক
(১৬৬৮) সাফওয়ান ইবন ইমরান আল-আসাম্ম আত-তায়ি নামক একজন তাবিয়ি থেকে বর্ণিত, একব্যক্তি ঘুমিয়ে ছিল। এমতাবস্থায় তার স্ত্রী একটি ছুরি নিয়ে তার বুকের উপর বসে এবং ছুরিটি তার গলার উপরে রেখে বলে, তুমি আমাকে তিন তালাক দেবে, নইলে আমি তোমাকে জবাই করব । ওই ব্যক্তি স্ত্রীকে আল্লাহর ওয়াস্তে ক্ষান্ত হবার জন্য অনুরোধ করে, কিন্তু স্ত্রী তার কথা মানতে অস্বীকার করে। তখন লোকটি স্ত্রীকে তিন তালাক প্রদান করে । অতঃপর সে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে এবং তাঁকে বিষয়টি বলে । তখন তিনি বলেন, তালাকের মধ্যে কোনো ঘুম নেই।
عن صفوان بن عمران الأصم الطائي أن رجلا كان نائما فقامت امرأته فأخذت سكينا فجلست على صدره فوضعت السكين على خلقه فقالت: لتطلقني ثلاثا أو لأذبحنك فناشدها الله فأبت فطلقها ثلاثا ثم أتى النبي صلى الله عليه وسلم فذكر له ذلك فقال: لا قيلولة في الطلاق
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান