ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৩৭
যেভাবে ইচ্ছা স্ত্রীগমন করতে পারবে
(১৬৩৭) জাবির রা. বলেন, ইয়াহুদিগণ বলত যে, তুমি যদি পেছন দিক থেকে স্ত্রীর যৌনাঙ্গে মিলিত হও এবং সেই মিলনে স্ত্রী গর্ভবতী হয় তাহলে সন্তান হবে ট্যারা বা বক্রচক্ষু। তখন (তাদের কথার প্রতিবাদে) কুরআনের এই আয়াত নাযিল হয়: 'তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য-ক্ষেত্র । অতএব তোমরা তোমাদের শস্য-ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পার'** (মুসলিম । মুসলিমের দ্বিতীয় বর্ণনায়: 'ইচ্ছা করলে স্ত্রীকে উপুড় করে, ইচ্ছা করলে উপুড় না করে, তবে মিলন সর্বাবস্থায় একপথেই হবে')।
عن جابر بن عبد الله رضي الله عنه أن يهود كانت تقول إذا أتيت المرأة من دبرها في قبلها ثم حملت كان ولدها أحول قال فأنزلت: نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم... إن شاء مجبية وإن شاء غير مجبية غير أن ذلك في صمام واحد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান