ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৫৬
বিবাহের খুতবা (বক্তৃতা) এবং বিবাহ পরবর্তী দুআ
(১৫৫৬) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ‘খুতবাতুল হাজাত' বা যে কোনো প্রয়োজনের সময়ে বক্তব্য প্রদান শিক্ষা দেন নিম্নরূপে: সকল প্রশংসা আল্লাহর। আমরা তাঁর সাহায্য প্রার্থনা করি এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি। এবং আমরা আমাদের নিজেদের প্রবৃত্তির অকল্যাণ থেকে তাঁর আশ্রয় গ্রহণ করি। আল্লাহ যাকে সুপথে পরিচালিত করেন তাকে বিপথগামী করার মতো কেউ নেই । আর যাকে আল্লাহ বিপথগামী করেন তাকে পথ দেখানোর কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা (দাস) ও রাসূল (প্রেরিত বার্তাবাহক)। {অতঃপর তিনি তিনটি আয়াত পাঠ করতেন} হে মানব, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যিনি তাদের দুইজন হতে বহু নরনারী ছড়িয়ে দেন; এবং আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচ্ঞা কর, এবং সতর্ক থাকো জ্ঞাতি-বন্ধন সম্পর্কে । আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন । “হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ কোরো না।' ‘হে মু'মিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। (অতঃপর তিনি তাঁর প্রয়োজন সম্পর্কে কথা বলতেন)।
عن عبد الله رضي الله عنه قال:علمنا رسول الله صلى الله عليه وسلم خطبة الحاجة: أن الحمد لله نستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله (ويقرأ ثلاث آيات): {يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا } { يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون } {يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما } (ثم يتكلم بحاجته)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৫৭
বিবাহের খুতবা (বক্তৃতা) এবং বিবাহ পরবর্তী দুআ
(১৫৫৭) আবু হুরাইরা রা. বলেন, কেউ বিবাহ করলে রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকে বিবাহের শুভেচ্ছা-অভিনন্দন জানাতেন তখন তিনি বলতেন, 'আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার উপরে বরকত দিন এবং তোমাদের উভয়কে কল্যাণের মধ্যে একত্র রাখুন।
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رفأ الإنسان إذا تزوج قال: بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৫৮
বিবাহের খুতবা (বক্তৃতা) এবং বিবাহ পরবর্তী দুআ
(১৫৫৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা (আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা.) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিবাহ করবে বা কোনো দাসী ক্রয় করবে সে যেন তখন বলে, 'হে আল্লাহ আমি আপনার নিকট তার কল্যাণ প্রার্থনা করছি এবং যে স্বভাব-প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং আমি তার অকল্যাণ থেকে এবং যে স্বভাব-প্রকৃতি দিয়ে আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি'।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: قال إذا تزوج أحدكم امرأة أو اشترى خادما فليقل: اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها ومن شر ما جبلتها عليه

তাহকীক:
তাহকীক চলমান