ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৪৯
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৪৯) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্বাদি পালন করতে সক্ষম তারা যেন বিবাহ করে, কারণ বিবাহ তার চক্ষুকে অধিকতর সংযত করবে এবং তার যৌন-অঙ্গকে অধিকতর সংযত-সংরক্ষিত রাখবে। আর যে তাতে সক্ষম হবে না সে যেন সিয়াম পালন করে।
عن ابن مسعود رضي الله عنه قال: قال لنا رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫০
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৫০) আনাস ইবন মালিক রা. বলেন, (কতিপয় সাহাবি আল্লাহর সন্তুষ্টি ও বেলায়াত অর্জনের জন্য সারারাত জেগে তাহাজ্জুদ আদায়, সর্বদা নফল সিয়াম পালন, গোশত বৰ্জন, বিছানায় শয়ন বর্জন ও বিবাহ বর্জন করার ইচ্ছা প্রকাশ করেন। এতে রাসূলুল্লাহ (ﷺ) অত্যন্ত অসন্তুষ্ট হন। তাদেরকে সতর্ক করার জন্য বক্তৃতার শুরুতে) রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রশংসা করেন এবং তাঁর গুণকীর্তন করেন। এবং তিনি বলেন, কিন্তু আমি (রাত্রে কিছু সময় জেগে তাহাজ্জুদের) সালাত আদায় করি এবং (কিছু সময়) ঘুমাই, আমি মাঝেমাঝে নফল সিয়াম পালন করি এবং মাঝেমাঝে নফল সিয়াম পালন থেকে বিরত থাকি এবং আমি বিবাহ করি । (এই মধ্যপন্থাই হল আমার সুন্নত বা রীতি) এবং যে ব্যক্তি আমার সুন্নত বা রীতিকে অপছন্দ করে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم... حمد الله وأثنى عليه وقال... لكني أصلي وأنام وأصوم وأفطر وأتزوج النساء فمن رغب سنتي فليس مني
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫১
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৫১) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিবাহের নির্দেশ দিতেন এবং বিবাহ-সংসার বর্জন করে ইবাদত-বন্দেগিতে পড়ে থাকতে কঠিনভাবে নিষেধ করতেন। এবং তিনি বলতেন, তোমরা স্নেহময়ী-প্রেমময়ী, অধিক সন্তান প্রদানে সক্ষম নারীদেরকে বিবাহ করবে, কারণ আমি কিয়ামতের দিন উম্মাতের বর্ধিত সংখ্যা দিয়ে নবীগণের কাছে গৌরব প্রকাশ করব।
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يأمر بالباءة وينهى عن التبتل نهيا شديدا ويقول: تزوجوا الودود الولود إني مكاثر الأنبياء يوم القيامة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫২
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৫২) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে সাওয়াবের উদ্দেশ্যে বিবাহ করে তাহলে আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় যে তিনি তাকে সাহায্য করবেন এবং তাকে বরকত দান করবেন।
عن جابر رضي الله عنه مرفوعا: من تزوج ثقة بالله واحتسابا كان حقا على الله أن يعينه وأن يبارك له
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান