ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫৪৮
হজ্ব - উমরার অধ্যায়
নবীজি (ﷺ) এর কবর যিয়ারত এবং মক্কা বা মদীনায় মৃত্যুর ফযীলত
(১৫৪৮) উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, যে ব্যক্তি আমার কবর যিয়ারত করবে, অথবা তিনি বলেন, যে ব্যক্তি আমাকে যিয়ারত করবে আমি তার শাফাআতকারী অথবা সাক্ষ্যদানকারী হব। এবং যে ব্যক্তি দুই হারামের (মক্কা-মদীনার) কোনো একটিতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে কিয়ামতের দিন নিরাপত্তাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে উঠাবেন।
كتاب الحج
عن عمر رضي الله عنه مرفوعا: من زار قبري أو قال من زارني كنت له شفيعا أو شهيدا ومن مات في أحد الحرمين بعثه الله في الآمنين يوم القيامة