ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৩৭
মক্কার মর্যাদা চিরস্থায়ী, মক্কার বন্যপ্রাণিকে ভীতিপ্রদর্শন করা যাবে না, একমাত্র ‘ইযখির’ ছাড়া কোনো বৃক্ষলতা কাটা যাবে না, একমাত্র ঘোষণা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কোনো পড়ে থাকা দ্ৰব্য কুড়ানো যাবে না
(১৫৩৭) আবু হুরাইরা রা. বলেন, যখন আল্লাহ তাঁর রাসূল (ﷺ) এর জন্য মক্কা বিজয় সম্পন্ন করলেন। তখন তিনি মানুষদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর বলেন, আল্লাহ হস্তীবাহিনীকে মক্কা থেকে আটকে রেখেছেন । কিন্তু তিনি তাঁর রাসূল (ﷺ) ও মুমিনগণকে মক্কার উপর বিজয়ী করেছেন । আমার পূর্বে যারা ছিলেন তাদের কারো জন্য মক্কা কখনো (যুদ্ধ, হত্যা বা অনুরূপ কর্মের জন্য) হালাল হয় নি। শুধুমাত্র আমার জন্য কিছু সময় তাকে হালাল করা হয়েছিল (আমার জন্য মক্কার মধ্যে যুদ্ধ করা বৈধ করা হয়েছিল)। আমার পরে আর কারো জন্য তা হালাল হবে না। অতএব মক্কার বন্য শিকারযোগ্য প্রাণিকে ভীতিপ্রদর্শন করা যাবে না, মক্কার কোনো কাঁটা ভাঙ্গা বা কাটা যাবে না এবং মক্কার কোনো পতিত দ্রব্য শুধুমাত্র ঘোষণা দেওয়ার জন্য ছাড়া কুড়ানো যাবে না। তখন আব্বাস রা. বলেন, ইযখির** বাদে, কারণ আমরা আমাদের কবরের জন্য এবং বাড়িঘরের জন্য তা ব্যবহার করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ইযখির বাদে।
عن أبي هريرة رضي الله عنه قال: لما فتح الله على رسوله صلى الله عليه وسلم مكة قام في الناس فحمد الله وأثنى عليه ثم قال إن الله حبس عن مكة الفيل وسلط عليها رسوله والمؤمنين فإنها لا تحل لأحد كان قبلي وإنها أحلت لي ساعة من نهار وإنها لا تحل لأحد بعدي فلا ينفر صيدها ولا يختلى شوكها ولا تحل ساقطتها إلا لمنشد... فقال العباس: إلا الإذخر فإنا نجعله لقبورنا وبيوتنا فقال رسول الله صلى الله عليه وسلم إلا الإذخر

তাহকীক:
তাহকীক চলমান