ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫৩২
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ শেষে তাড়াড়াড়ি পরিবার পরিজনের নিকট প্রত্যাবর্তন করা
(১৫৩২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ হজ্জ পালন সম্পন্ন করবে তখন যেন সে দ্রুত তার পরিবার পরিজনের দিকে সফর করে। কারণ এতে তার সাওয়াব বেশী হবে।
كتاب الحج
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا قضى أحدكم حجه فليعجل الرحلة إلى أهله فإنه أعظم لأجره
tahqiq

তাহকীক: