ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৫১৭
হজ্ব - উমরার অধ্যায়
মৃতব্যক্তি ও অতিবৃদ্ধের পক্ষ থেকে হজ্জ পালন
(১৫১৭) ইবন আব্বাস রা. বলেন, জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেন এবং বলেন, আমার আম্মা হজ্জ করবেন বলে মানত করেছিলেন। কিন্তু তিনি হজ্জ না করেই মৃত্যুবরণ করেছেন । আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি? তিনি বলেন, হ্যাঁ।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما أن امرأة من جهينة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت: إن أمي نذرت أن تحج فلم تحج حتى ماتت أفأحج عنها؟ قال نعم حجي عنها
তাহকীক:
হাদীস নং: ১৫১৮
হজ্ব - উমরার অধ্যায়
মৃতব্যক্তি ও অতিবৃদ্ধের পক্ষ থেকে হজ্জ পালন
(১৫১৮) ফাদল ইবন আব্বাস রা. বলেন, খাসআম গোত্রের একজন মহিলা বলেন, হে আল্লাহর রাসূল, আমার আব্বা অত্যন্ত বৃদ্ধ আল্লাহর ফরয ইবাদত হজ্জ তার উপর রয়েছে। কিন্তু তিনি তার উটের পিঠে বসে থাকতে পারেন না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি তার পক্ষ থেকে হজ্জ করো।
كتاب الحج
عن الفضل بن عباس رضي الله عنه أن امرأة من خثعم قالت: يا رسول الله إن أبي شيخ كبير عليه فريضة الله في الحج وهو لا يستطيع أن يستوي على ظهر بعيره فقال النبي صلى الله عليه وسلم فحجي عنه
তাহকীক:
হাদীস নং: ১৫১৯
হজ্ব - উমরার অধ্যায়
মৃতব্যক্তি ও অতিবৃদ্ধের পক্ষ থেকে হজ্জ পালন
(১৫১৯) আবু রাযীন উকাইলি রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা অত্যন্ত বৃদ্ধ। তিনি হজ্জ করতে অক্ষম, উমরাহ করতে অক্ষম এবং আরোহণেও অক্ষম। তখন তিনি বলেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ করো এবং উমরা করো।
كتاب الحج
عن أبي رزين العقيلي رضي الله عنه أنه أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أبي شيخ كبير لا يستطيع الحج ولا العمرة ولا الظعن قال: حج عن أبيك واعتمر
তাহকীক: