ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৯৭
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৪৯৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাঁচ প্রকারের প্রাণি সবগুলোই অবাধ্য-ক্ষতিকারী। এদেরকে হারামের মধ্যে হত্যা করা যাবে। কাক, চিল, বিছে, ইঁদুর ও কামড়ানো কুকুর বা পাগলা কুকুর
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من الدواب كلهن فاسق يقتلهن في الحرم الغراب والحدأة والعقرب والفأرة والكلب العقور….والغراب الأبقع ….الحية
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৯৮
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৪৯৮) ইবন উমার রা. থেকে বর্ণিত, একব্যক্তি তাকে প্রশ্ন করে, ইহরামরত ব্যক্তি কী কী প্রাণি হত্যা করতে পারে? তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈকা স্ত্রী বলেছেন যে, তিনি খেপা বা কামড়ানো কুকুর, ইঁদুর, বিচ্ছু, চিল, কাক ও সাপ হত্যা করতে নির্দেশ দিতেন।
عن ابن عمر رضي الله عنهما أن رجلا سأله ما يقتل الرجل من الدواب وهو محرم؟ قال حدثتني إحدى نسوة النبي صلى الله عليه وسلم أنه كان يأمر بقتل الكلب العقور والفأرة والعقرب والحديا والغراب والحية
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৯৯
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৪৯৯) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরামরত ব্যক্তি সকল ক্ষতিকারক বণ্যপ্রাণি, কামড়ানো কুকুর, ইঁদুর, বিচ্ছু, চিল ও কাক হত্যা করবে।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا : قال يقتل المحرم السبع العادي والكلب العقور والفأرة والعقرب والحدأة والغراب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫০০
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৫০০) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরামরত ব্যক্তি সাপ ও নেকড়ে হত্যা করবে।
عن سعيد بن المسيب مرفوعا : يقتل المحرم الحية والذئب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান