ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৯১
আরাফায় অবস্থানের পূর্বে স্ত্রী-গমন করলে তার বিধান
(১৪৯১) তাবিয়ি আমর ইবন শুআইব তার পিতা তাবিয়ি শুআইব ইবন মুহাম্মাদ থেকে বর্ণনা করেছেন, একব্যক্তি (আমার দাদা) আব্দুল্লাহ ইবন আমর রা.র নিকট আগমন করে তাকে জিজ্ঞাসা করে, এক ইহরামরত ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, (তার বিধান কী?) তিনি তখন আব্দুল্লাহ ইবন উমার রা.র দিকে ইঙ্গিত করে বলেন, তুমি সেখানে যাও এবং তাকে জিজ্ঞাসা করো। শুআইব বলেন, লোকটি ইবন উমার রা.কে চিনল না। তখন আমি তাকে সাথে নিয়ে গেলাম। লোকটি ইবন উমার রা.কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমার হজ্জ বাতিল হয়ে গিয়েছে। লোকটি বলল, আমি কী করব? তিনি বলেন, হজ্জ পালনকারীগণের সাথে বেরোও এবং তারা যা করে তুমি তা করো। এরপর আগামী বছরের হজ্জ পেলে তখন হজ্জ করবে এবং হজ্জের পশু বা হাদঈ জবেহ করবে। তখন লোকটি আব্দুল্লাহ ইবন আমরের নিকট ফিরে আসে। আমিও তার সাথে ছিলাম। লোকটি তাকে বিষয়টি অবগত করায়। তিনি তখন বলেন, তুমি ইবন আব্বাস রা.র নিকট গমন করো এবং তাকে জিজ্ঞাসা করো শুআইব বলেন, তখন আমি তার সাথে ইবন আব্বাসের নিকট গমন করলাম। লোকটি তাকে প্রশ্ন করে। তিনি উত্তরে ইবন উমার যা বলেছিলেন তাই বললেন । তখন লোকটি আব্দুল্লাহ ইবন আমরের নিকট ফিরে আসে। আমিও তার সাথে ছিলাম। ইবন আব্বাস যা বললেন তা লোকটি তাকে অবগত করায়। অতঃপর সে বলে, আপনি কী বলেন? তিনি বলেন, তারা উভয়ে যা বলেছেন আমার কথাও তাই।
عن عمرو بن شعيب عن أبيه أن رجلا أتى عبد الله بن عمرو يسأله عن محرم وقع بامرأة فأشار إلى عبد الله بن عمر فقال: إذهب إلى ذلك فسله قال شعيب: فلم يعرفه الرجل فذهبت معه فسأل ابن عمر فقال: بطل حجك فقال الرجل: فما أصنع؟ قال: أخرج مع الناس واصنع ما يصنعون فإذا أدركت قابلا فحج وأهد فرجع إلى عبد الله بن عمرو وأنا معه فأخبره فقال: إذهب إلى ابن عباس فسله قال شعيب: فذهبت معه إلى ابن عباس فسأله فقال له كما قال ابن عمر فرجع إلى عبد الله بن عمرو وأنا معه فأخبره بما قال ابن عباس ثم قال: ما تقول أنت؟ فقال: قولي مثل ما قالا

তাহকীক:
তাহকীক চলমান