ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৫৪
২৭ তারিখের রাতে লাইলাতুল কদর
(১৩৫৪) যিরর ইবন হুবাইশ বলেন, উবাই ইবন কা'ব রা. কোনো শর্ত বা ব্যতিক্রমের সম্ভাবনা বাতিল করে দিয়ে শপথ করে বলেন, লাইলাতুল কদর ২৭ তারিখের রাত । আমি তখন বললাম, হে আবুল মুনযির, আপনি কিসের ভিত্তিতে একথা বলছেন? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে যে চিহ্নের কথা বলেছেন সেই চিহ্ন দ্বারা, তা হল লাইলাতুল কদরের সকালে সূর্যোদয়ের সময় সূর্যের বিকীরণ (radiation) থাকে না।
عن زر بن حبيش عن أبي بن كعب رضي الله عنه أنه حلف لا يستثني أنها ليلة سبع وعشرين فقلتُ بأي شيء تقول ذلك يا أبا المنذر قال بالعلامة أو بالآية التي أخبرنا رسول الله صلى الله عليه وسلم أنها تطلع يومئذ لا شعاع لها

তাহকীক:
তাহকীক চলমান