ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩১১
বিসাল বা ইফতার বিহীন একটানা সিয়াম থেকে নিষেধাজ্ঞা
(১৩১১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইফতার না-করে একটানা কয়েকদিন সিয়াম পালন করতে নিষেধ করেন। তখন মুসলিমগণের মধ্য থেকে একব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো ইফতার-বিহীন একটানা সিয়াম পালন করেন। তিনি বলেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছ? আমার প্রভু আমার রাত্রি যাপনকালে আমাকে খাওয়ান এবং পান করান।
عن أبي هريرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال في الصوم فقال له رجل من المسلمين إنك تواصل يا رسول الله قال وأيكم مثلي؟ إني أبيت يطعمني ربي ويسقين

তাহকীক:
তাহকীক চলমান
