ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩০৩
সিয়ামের মধ্যে বমি করা
(১৩০৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অনিচ্ছাকৃতভাবে বা বাধ্য হয়ে যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় বমি করবে তাকে কাযা করতে হবে না। আর যে ব্যক্তি ইচ্ছাপূর্বক বমি করবে, তাকে কাযা করতে হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من ذرعه قيء وهو صائم فليس عليه قضاء وإن استقاء فليقض
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান