ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৯৬
ইফতারের সময় দুআ করা
(১২৯৬) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সিয়াম পালনকারীর ইফতারের সময়ের একটি দুআ আল্লাহ কবুল করেন। এজন্য আব্দুল্লাহ ইবন আমর রা. যখন ইফতার করতেন তখন তার স্ত্রী ও সন্তানগণকে ডেকে দুআ করতেন।
عن عبد الله بن عمرو مرفوعا يقول: للصائم عند إفطاره دعوة مستجابة فكان عبد الله بن عمرو إذا أفطر دعا أهله وولده ودعا... يقول عبد الله بن عمرو إذا أفطر: اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান