ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৭৮
শাওয়ালের চাঁদ দেখা সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত করা
(১২৭৮) রাসূলুল্লাহ (ﷺ) এর একজন সাহাবি বলেন, রামাদান মাসের শেষ দিনে মানুষেরা (চাঁদ দেখা গিয়েছে কিনা সে বিষয়ে) মতভেদ করেন । তখন দুইজন বেদুঈন এসে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলেন যে, তারা গতকাল সন্ধ্যায় চাঁদ দেখেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) মানুষদেরকে নির্দেশ দেন যে, তারা সিয়াম ভেঙ্গে ফেলবে। হাদীসের দ্বিতীয় বর্ণনাকারী খালাফ বলেন, তিনি আরো নির্দেশ দেন যে, তারা যেন সালাতুল ঈদ আদায় করার জন্য ঈদের মাঠে চলে যায়।
عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال: اختلف الناس في آخر يوم من رمضان فقدم أعرابيان فشهدا عند النبي صلى الله عليه وسلم بالله لأهلًا الهلال أمس عشية فأمر رسول الله صلى الله عليه وسلم الناس أن يفطروا زاد خلف في حديثه وأن يغدوا إلى مصلاهم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান