ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৪১
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪১) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (৯৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যাকাতুল ফিতর (ফিতরা) ফরয করেছেন দুই মুদ্দ (অর্ধ সা') গম।
عن سعيد بن المسيب قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر مدين من حنطة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৪২
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪২) আসমা বিনতু আবু বাকর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম দুই মুদ্দ গম দিয়ে।
عن أسماء بنت أبي بكر رضي الله عنها قالت: كنا نؤدي زكاة الفطر على عهد رسول الله صلى الله عليه وسلم مدين من قمح
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৪৩
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪৩) তাবিয়ি হাসান বাসরি বলেন, ইবন আব্বাস রা. শেষ রমাযানে বাসরার (মসজিদের) মিম্বরের উপরে খুতবা (বক্তৃতা ) প্রদান করেন । তখন তিনি বলেন, তোমরা তোমাদের সিয়ামের সাদকা (ফিতরা) প্রদান করো...। হাদীসের শেষে রয়েছে, ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই সাদকা (ফিতরা) ফরয করেছেন এক সা' খেজুর অথবা যব, অথবা অর্ধ সা' গম, প্রত্যেক স্বাধীন বা পরাধীন ছোট বা বড় পুরুষ বা নারীর উপর।
عن الحسن قال: خطب ابن عباس رضي الله عنهما في آخر رمضان على منبر البصرة فقال: أخرجوا صدقة صومكم... فذكر الحديث وفيه: فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة صاعا من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مملوك ذكر أو أنثى صغير أو كبير
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৪৪
গমে সদাকাতুল ফিতরের পরিমাণ
(১২৪৪) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি তার অধীনস্থ প্রত্যেক মানুষ, ছোট হোক বা বড় হোক, স্বাধীন হোক বা ক্রীতদাস হোক, এমনকি যদি খ্রিস্টানও হয়, তাহলেও তাদের প্রত্যেকের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতেন দুই মুদ্দ (অর্ধ সা') গম অথবা এক সা' খেজুর।
عن أبي هريرة رضي الله عنه موقوفا: كان يخرج زكاة الفطر عن كل إنسان يعول من صغير وكبير حر أو عبد ولو كان نصرانيا مدين من قمح أو صاعا من تمر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান