ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৮৮
শাহাদত কামনা করা
(১১৮৮) আবু হুরাইরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যাঁর হাতে আমার জীবন তাঁর কসম, আমার ইচ্ছা হয় যে, আমি আল্লাহর রাস্তায় নিহত হই, অতঃপর আমাকে জীবিত করা হবে, অতঃপর আমি নিহত হব, অতঃপর আমাকে জীবিত করা হবে, অতঃপর আমি নিহত হব, অতঃপর আমাকে জীবিত করা হবে, অতঃপর আমি নিহত হব।
عن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৮৯
শাহাদত কামনা করা
(১১৮৯) যাইদ ইবন আসলাম তার পিতা থেকে বর্ণনা করেন, উমার রা. বলেন, 'হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদত প্রদান করবেন এবং আমার মৃত্যু আপনার রাসূল (ﷺ) এর শহরে প্রদান করবেন'।
عن زيد بن أسلم عن أبيه عن عمر رضي الله عنه قال: اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান