ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৫৩
কবরের উপর মাথার দিক থেকে তিনবার মাটি নিক্ষেপ করা
(১১৫৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মৃতের জন্য সালাতুল জানাযা আদায় করেন। এরপর তিনি মৃতের কবরে আসেন এবং তার মাথার দিক থেকে তিনবার মাটি নিক্ষেপ করেন।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى على جنازة ثم أتى قبر الميت فحثى عليه من قبل رأسه ثلاثا

তাহকীক:
তাহকীক চলমান