ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৩১
ফজর এবং আসরের সালাতের পরে জানাযার সালাত
(১১৩১) নাফি’ বলেন, আব্দুল্লাহ ইবন উমার রা. বলেছেন, যদি ফজর এবং আসরের সালাত সময়মতো আদায় করা হয় তাহলে এই দুই সালাতের পরে জানাযার সালাত আদায় করা যাবে।
عن نافع أن عبد الله بن عمر رضي الله عنهما قال: يصلى على الجنازة بعد العصر وبعد الصبح إذا صليتا لوقتهما

তাহকীক:
তাহকীক চলমান