ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৩১
দুআ ও ইসতিগফারের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা
(১০৩১) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনে খুতবা প্রদান করছিলেন, এমতাবস্থায় একব্যক্তি এসে বলে, হে আল্লাহর রাসূল, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করেন । তখন তিনি দুআ করলেন, অতঃপর আমরা নিজেদের বাড়িঘরে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টিপাত শুরু হয়ে গেল । পরবর্তী জুমুআ পর্যন্ত অবিরাম আমাদের উপর বৃষ্টিপাত হতে থাকল। তখন সেই ব্যক্তি বা অন্য একব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন, যেন আমাদের থেকে বৃষ্টি সরিয়ে নিয়ে যান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, 'হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপরে নয়'। আনাস রা. বলেন, তখন আমি দেখলাম মেঘরাশি টুকরো টুকরো হয়ে ডানে বামে ছড়িয়ে পড়ল । আশেপাশে বৃষ্টি হচ্ছিল কিন্তু মদীনাবাসীদের উপর বৃষ্টি হচ্ছিল না ।
عن أنس بن مالك رضي الله عنه قال: بينما رسول الله صلى الله عليه وسلم يخطب يوم الجمعة إذ جاءه رجل فقال يا رسول الله قحط المطر فادع الله أن يسقينا فدعا فمطرنا فما كدنا أن نصل إلى منازلنا فما زلنا نمطر إلى الجمعة المقبلة قال فقام ذلك الرجل أو غيره فقال يا رسول الله أدع الله أن يصرفه عنّا فقال رسول الله صلى الله عليه وسلم: اللهم حوالينا ولا علينا قال فلقد رأيت السحاب يتقطع يمينا وشمالًا يمطرون ولا يمطر أهل المدينة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১০৩২
দুআ ও ইসতিগফারের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা
(১০৩২) তাবিয়ি শা'বি (২৪-১০৪ হি.) বলেন, উমার রা. ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য বের হন। তিনি শুধুমাত্র ইসতিগফার ছাড়া আর কিছুই করলেন না।
عن الشعبي قال: خرج عمر رضي الله عنه يستسقي فلم يزد على الاستغفار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান