ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০২৪
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৪) আবু বাকরা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ছিলাম । এমতাবস্থায় সূর্যগ্রহণ শুরু হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর টেনে নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং আমরাও মসজিদে প্রবেশ করি। তিনি আমাদেরকে নিয়ে দুই রাকআত সালাত আদায় করেন। ইত্যবসরে গ্রহণ শেষ হয়ে যায়।
كتاب الصلاة
عن أبي بكرة رضي الله عنه قال: كنا عند رسول الله صلى الله عليه وسلم فانكسفت الشمس فقام النبي صلى الله عليه وسلم يجر رداءه حتى دخل المسجد فدخلنا فصلى بنا ركعتين حتى انجلت الشمس... كما تصلون
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৫
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৫) কাবীসা ইবন মুখারিক হিলালি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (সূর্যগ্রহণের সালাতের শেষে বক্তৃতার মধ্যে) বলেন, যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে তখন সর্বশেষ ফরয সালাত যেরূপ আদায় করেছ সেইরূপ সালাত আদায় করবে।
كتاب الصلاة
عن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه مرفوعا: فإذا رأيتم من ذلك شيئا فصلوا كأحدث صلاة مكتوبة صليتموها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৬
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৬) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণ হলে আমাদের সালাতের মতো রুকু করে এবং সাজদা করে সালাত আদায় করলেন।
كتاب الصلاة
عن النعمان بن بشير رضي الله عنه مرفوعا: صلى حين انكسفت الشمس مثل صلاتنا يركع ويسجد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৭
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৭) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তাহলে তোমরা সর্বশেষ যে সালাত আদায় করেছ তদ্রূপ সালাত আদায় করবে। নাসায়ির অন্য বর্ণনায়, ‘সর্বশেষ ফরয সালাতের মতো সালাত আদায় করবে'।
كتاب الصلاة
عن النعمان بن بشير رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إذا خسفت الشمس والقمر فصلوا كأحدث صلاة صليتموها... من المكتوبة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৮
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৮) সামুরা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সূর্যগ্রহণের সালাতের পদ্ধতি বর্ণনা করে বলেন, তখন তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তখন তিনি সবচেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। কোনোদিন কোনো সালাতে তিনি এতক্ষণ দাঁড়ান নি। আমরা তাঁর কোনো শব্দ শুনছিলাম না। অতঃপর তিনি আমাদের নিয়ে দীর্ঘতম রুকু করেন । কখনো কোনো সালাতে তিনি এত দীর্ঘ রুকু করেন নি। আমরা তাঁর কোনো শব্দ শুনছিলাম না। অতঃপর তিনি আমাদের নিয়ে দীর্ঘতম সাজদা করেন। কখনো কোনো সালাতে তিনি দীর্ঘ সাজদা করেন নি। আমরা তাঁর কোনো শব্দ শুনছিলাম না। অতঃপর তিনি দ্বিতীয় রাকআতেও অনুরূপ করলেন।
كتاب الصلاة
عن سمرة بن جندب رضي الله عنه في هيئة صلاة الكسوف مرفوعا: فصلى فقام كأطول قيام قام بنا في صلاة قط ما نسمع له صوتا ثم ركع بنا كأطول ركوع ما ركع بنا في صلاة قط ما نسمع له صوتا ثم سجد بنا كأطول سجود ما سجد بنا في صلاة قط لا نسمع له صوتاً ثم فعل ذلك في الركعة الثانية مثل ذلك