ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০১৯
সূর্য বা চন্দ্রগ্রহণ হলে সালাত ও অন্যান্য করণীয়
(১০১৯) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনাবলির দুইটি নিদর্শন। কারো মৃত্যু বা কারো জন্মের কারণে তাতে গ্রহণ লাগে না। তোমরা যখন তাদেরকে গ্রহণাবিষ্ট দেখবে তখন তা কেটে যাওয়া পর্যন্ত আল্লাহর কাছে দুআ করবে এবং সালাত আদায় করবে।
عن المغيرة بن شعبة رضي الله عنه مرفوعا: إن الشمس والقمر آيتان من آيات الله لا ينكسفان لموت أحد ولا لحياته فإذا رأيتموهما فادعوا الله وصلوا حتى ينكشف

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০২০
সূর্য বা চন্দ্রগ্রহণ হলে সালাত ও অন্যান্য করণীয়
(১০২০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূর্য ও চন্দ্ৰ আল্লাহর নিদর্শনাবলির দুইটি নিদর্শন। কারো মৃত্যু বা কারো জন্মের কারণে তাতে গ্রহণ লাগে না। তোমরা যখন তা দেখবে তখন আল্লাহর কাছে দুআ করবে, তাকবীর বলবে, সালাত আদায় করবে এবং দান-সাদকা করবে।
عن عائشة رضي الله عنها مرفوعا: إن الشمس والقمر آيتان من آيات الله لا يخسفان لموت أحد ولا لحياته فإذا رأيتم ذلك فادعوا الله وكبروا وصلوا

তাহকীক:
তাহকীক চলমান