ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০১৬
ওযরের কারণে ঈদের দিনে সালাতুল ঈদ আদায়ে ব্যর্থ হলে
(১০১৬) তাবিয়ি আবু উমাইর ইবন আনাস বলেন, তার কয়েকজন চাচা, যারা সাহাবি ছিলেন তারা বলেছেন, (একবার মেঘের কারণে আমরা শাওয়ালের চাঁদ দেখতে পেলাম না। ফলে পরদিন ৩০শে রমাযান হিসবে মানুষেরা সিয়াম পালন করছিল, বিকালে) একটি কাফেলা এসে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সাক্ষ্য প্রদান করল যে, তারা গতকাল চাঁদ দেখেছে । তখন রাসূলুল্লাহ (ﷺ) সবাইকে নির্দেশ দিলেন সিয়াম ভাঙ্গতে এবং নির্দেশ দিলেন যে, পরদিন সকালে তারা যেন ঈদের মাঠে গমন করে।
عن أبي عمير بن أنس عن عمومة له من أصحاب رسول الله صلى الله عليه وسلم أن ركبا جاءوا إلى النبي صلى الله عليه وسلم يشهدون أنهم رأوا الهلال بالأمس فأمرهم أن يفطروا وإذا أصبحوا أن يغدوا إلى مصلاهم

তাহকীক:
তাহকীক চলমান