ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০০২
নামাযের অধ্যায়
ঈদের মাঠে কীভাবে যাতায়াত করতে হবে
(১০০২) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন।
كتاب الصلاة
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق
তাহকীক:
হাদীস নং: ১০০৩
নামাযের অধ্যায়
ঈদের মাঠে কীভাবে যাতায়াত করতে হবে
(১০০৩) আলী রা. বলেন, সুন্নত হল ঈদের মাঠে হেঁটে যাওয়া।
كتاب الصلاة
عن علي بن أبي طالب رضي الله عنه قال: من السنة أن تخرج إلى العيد ماشيا
তাহকীক: