ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০০২
ঈদের মাঠে কীভাবে যাতায়াত করতে হবে
(১০০২) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১০০৩
ঈদের মাঠে কীভাবে যাতায়াত করতে হবে
(১০০৩) আলী রা. বলেন, সুন্নত হল ঈদের মাঠে হেঁটে যাওয়া।
عن علي بن أبي طالب رضي الله عنه قال: من السنة أن تخرج إلى العيد ماشيا

তাহকীক:
তাহকীক চলমান