ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৯২
সালাতুল জুমুআ ও সালাতুল ঈদ একত্র হলে
(৯৯২) তাবিয়ি আবু উবাইদ (৯৮ হি.) বলেন, আমি উসমান রা.র সাথে সালাতুল ঈদ আদায় করি। তিনি এসে সালাত আদায় করেন। অতঃপর সালাত শেষ করে খুতবা দেন এবং বলেন, আজকের এই দিনে তোমাদের দুইটি ঈদ একত্র হয়েছে (ঈদ ও জুমুআ)। কাজেই মদীনার আশপাশের গ্রামগুলো থেকে যারা ঈদে উপস্থিত হয়েছে তাদের মধ্যে যারা জুমুআর জন্য অপেক্ষা করতে চায় তারা অপেক্ষা করুক। আর যারা ফিরে যেতে চায় আমি তাদের অনুমতি দিয়ে দিলাম।
عن أبي عبيد مولى ابن أزهر قال: شهدت العيد مع عثمان بن عفان رضي الله عنه فجاء فصلى ثم انصرف فخطب وقال: إنه قد اجتمع لكم في يومكم هذا عيدان فمن أحب من أهل العالية أن ينتظر الجمعة فلينتظرها ومن أحب أن يرجع فقد أذنت له
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা