ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৭৫
খতীবের কথাবার্তা
(৯৭৫) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে খুতবা প্রদান করছিলেন। এমতাবস্থায় (শিশু) হাসান এবং হুসাইন আসলেন। তাদের গায়ে দুইটি লাল জামা ছিল। তারা হ্যাঁটছিলেন এবং পদস্খলিত হয়ে পড়ে যাচ্ছিলেন (আছাড় খাচ্ছিলেন)। তখন রাসূলুল্লাহ (ﷺ) মিম্বর থেকে নেমে আসেন । তিনি তাদের দুইজনকে কোলে তুলে নেন এবং তাঁর নিজের সামনে রাখেন । অতঃপর তিনি বলেন, আল্লাহ সত্যই বলেছেন, 'তোমাদের ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি তো এক পরীক্ষা'।** আমি এই দুই শিশুকে দেখলাম তারা হ্যাঁটছে এবং পড়ে যাচ্ছে, তখন আমি সবর করতে পারলাম না। আমার কথা কেটে দিলাম এবং তাদেরকে তুলে নিয়ে আসলাম।
عن بريدة رضي الله عنه يقول: كان رسول الله صلى الله عليه وسلم يخطبنا إذ جاء الحسن والحسين عليهما قميصان أحمران يمشيان ويعثران فنزل رسول الله صلى الله عليه وسلم من المنبر فحملهما ووضعهما بين يديه ثم قال صدق الله: إنما أموالكم وأولادكم فتنة فنظرت إلى هذين الصبيين يمشيان ويعثران فلم أصبر حتى قطعت حديثي ورفعتهما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান