ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৪১
বিতরের পরের দুই রাকআত
(৮৪১) সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এই (সফর জনিত) রাত্রি জাগরণ পরিশ্রম এবং কঠিন। কাজেই তোমাদের কেউ যখন বিতর আদায় করবে তখন যেন সে দুই রাকআত সালাত আদায় করে। যদি সে রাত্রে উঠে (তাহাজ্জুদের) সালাত আদায় করতে পারে তাহলে ভালো, নইলে এই দুই রাকআত তার জন্য থাকবে।
عن ثوبان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن هذا السهر (السفر) جهد وثقل فإذا أوتر أحدكم فليركع ركعتين فإن قام من الليل وإلا كانتا له

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৪২
বিতরের পরের দুই রাকআত
(৮৪২) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দুই রাকআত সালাত বিতরের পরে আদায় করতেন বসা অবস্থায়। তিনি এই দুই রাকআতে সূরা যিলযাল ও সূরা কাফিরূন পাঠ করতেন।
عن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يصليهما بعد الوتر وهو جالس يقرأ فيهما إذا زلزلت الأرض وقل يا أيها الكافرون

তাহকীক:
তাহকীক চলমান