ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৩৭
সালাতুল ফজরের কুনুত
(৮৩৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একমাস যাবৎ সালাতুল ফজরে রুকুর পরে কুনুত পাঠ করেন । তিনি রি’ল ও যাকওয়ান গোত্রদের উপর বদদুআ করতেন।
عن أنس بن مالك رضي الله عنه: قنت رسول الله صلى الله عليه وسلم شهرا بعد الركوع في صلاة الصبح يدعو على رعل وذكوان... ثم تركه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৩৮
সালাতুল ফজরের কুনুত
(৮৩৮) তাবিয়ি আবু মালিক আশজায়ি বলেন, আমি আমার পিতা তারিক বিন আশয়াম রা.কে বললাম, আব্বা, আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর পিছে, আবু বাকর রা.র পিছে, উমার রা.র পিছে, উসমান রা.র পিছে এবং এই কুফায় প্রায় পাঁচবছর আলী ইবন আবু তালিব রা.র পেছনে সালাত আদায় করেছেন, বলুন তো তাঁরা কি কুনুত পাঠ করতেন? উত্তরে আমার পিতা বলেন, বেটা, এই কাজটি নব-উদ্ভাবিত বিদআত (তাঁরা কেউ তা করেন নি)।
عن أبي مالك الأشجعي قال قلت لأبي (طارق بن اشيم) يا أبة إنك قد صليت خلف رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان وعلي بن أبي طالب رضي الله عنهم هاهنا بالكوفة نحوا من خمس سنين أكانوا يقنتون؟ قال: أي بني محدث... فكانوا يقنتون في الفجر فقال: أي بني محدث.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৩৯
সালাতুল ফজরের কুনুত
(৮৩৯) তাবিয়ি শা’বি বলেন, যখন আলী রা. ফজরের সালাতে কুনুত পাঠ করলেন, তখন মানুষেরা আপত্তি করেন। তখন আলী রা. বলেন, আমরা শুধুমাত্র আমাদের শত্রুদের উপর সাহায্য প্রার্থনা করলাম।
عن الشعبي قال: لما قنت علي رضي الله عنه في صلاة الصبح أنكر الناس ذلك فقال علي: إنما استنصرنا على عدونا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা