ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮৭
মসজিদের মধ্যে বা সালাতরত অবস্থায় থুথু ফেলা মাকরূহ
(৭৮৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মসজিদের মধ্যে থুথু ফেলা পাপ। এই পাপের কাফফারা হল তা পুতে ফেলা।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: البزاق في المسجد خطيئة وكفارتها دفنها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৮৮
মসজিদের মধ্যে বা সালাতরত অবস্থায় থুথু ফেলা মাকরূহ
(৭৮৮) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন তার সালাতে দাঁড়ায় তখন সে তার প্রভুর সাথে মুনাজাতে (একান্ত আলাপে ) রত থাকে । অথবা তিনি বলেন,** তখন তাঁর প্রভু তার ও তার কিবলার মাঝে থাকেন। কাজেই তোমাদের কেউ যেন তার কিবলার দিকে থুথু না ফেলে । বরং সে তার বামদিকে অথবা পায়ের নীচে থুথু ফেলবে। অতঃপর তিনি নিজ চাদরের একটি প্রান্ত হাতে নেন এবং তাতে থুথু ফেলেন। এরপর চাদরের একাংশের উপর আরেকাংশ রেখে মুছে ফেলেন। এরপর বলেন অথবা এরূপ করবে।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربه أو إن ربه بينه وبين القبلة فلا يبزقن أحدكم قبل قبلته ولكن عن يساره أو تحت قدميه ثم أخذ طرف ردائه فبصق فيه ثم ردّ بعضه على بعض فقال أو يفعل هكذا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা