ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৭৬
নামাযের অধ্যায়
আবাসিক এলাকায় মসজিদ তৈরী, পরিচ্ছন্ন রাখা এবং সুগন্ধময় রাখা
(৭৭৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবাসিক বাড়িঘরের মধ্যে (আবাসিক এলাকায়) মসজিদ তৈরী করতে, মসজিদগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সেগুলোতে সুগন্ধি ব্যবহার করে সুগন্ধময় করতে নির্দেশ দিয়েছেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب
তাহকীক:
হাদীস নং: ৭৭৭
নামাযের অধ্যায়
আবাসিক এলাকায় মসজিদ তৈরী, পরিচ্ছন্ন রাখা এবং সুগন্ধময় রাখা
(৭৭৭) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের নেককর্মসমূহ আমার নিকট পেশ করা হয়। এমনকি একজন মানুষ কর্তৃক মসজিদ থেকে ময়লা বের করে দেওয়াও আমার সামনে নেককর্ম হিসাবে পেশ করা হয়।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: عرضت عليّ أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد
তাহকীক: