ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৪৬
সালাতের মধ্যে হাই তোলা
(৭৪৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতের মধ্যে হাই তোলা শয়তানের পক্ষ থেকে । যদি তোমাদের কেউ সালাতের মধ্যে হাই তোলে তাহলে যথাসাধ্য তা সম্বরণ ও প্রতিরোধ করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: التثاؤب في الصلاة من الشيطان فإذا تثاءب أحدكم فليكظم ما استطاع
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা