ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৪৩
উচু স্থানে দাঁড়িয়ে ইমামতি করা
(৭৪৩) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি উচু স্থানে দাঁড়িয়ে মুসল্লীদের ইমামতি করতে অপছন্দ করতেন (মাকরূহ মনে করতেন)।
عن ابن مسعود رضي الله عنه أنه كره أن يؤمهم على المكان المرتفع

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৪৪
উচু স্থানে দাঁড়িয়ে ইমামতি করা
(৭৪৪) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি মিহরাবের মধ্যে সালাত আদায় করা অপছন্দ করতেন (মাকরূহ মনে করতেন)। তিনি বলেন, এই মিহরাবগুলো ছিল গির্জায়; কাজেই তোমরা ইয়াহুদি-নাসারাদের অনুকরণ কোরো না।
عن ابن مسعود رضي الله عنه أنه كره الصلاة في المحراب وقال: إنما كانت الكنائس فلا تشبهوا بأهل الكتاب

তাহকীক:
তাহকীক চলমান